কেমন যাচ্ছে এই বছরের কোরবানির পশুর হাট গুলো? ঐতিহাসিক ধারিয়ারচর কোরবানির পশুর হাটের চিত্র ।
এবারও হাজী নুরুল ইসলাম কলেজ মাঠে, ঢোল ভাঙ্গা নদীর পাড়ে, পূর্বের মতোই এক বিশাল কোরবানির পশুর হাট বসেছে। মনোরম পরিবেশে, দূরদূরান্ত থেকে অনেক গরু ও ছাগলের ব্যবসায়ীরা নৌকাযুগে এবং গাড়ি করে গরু বিক্রি করতে এসেছেন। হাটে গিয়ে দেখা গেল, ক্রেতাদের মুখে হাসি। তারা বলছেন, “এবার গরুর দাম খুব সস্তা! তাই আমরা এই বাজার থেকে কোরবানির জন্য সঠিক পশুটি বাছাই করে কিনেছি।”
আরেকটা দারুণ ব্যাপার হলো, এখানে কোনো অতিরিক্ত টাকা দিতে হয় না। তাই আমরা এই বাজারে বেশি আসি। বিক্রেতারাও বলছেন, “এবার গরুর দাম সস্তা, তবে আলহামদুলিল্লাহ, আমাদের লস হয়নি।” সত্যিই, এবারের বাজারে সবাই খুশি!
বাজার ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব হুমায়ুন কবির বলেন, “আপনারা যারা গরু কিনতে পারেননি এবং গরু বিক্রি করতে পারেননি, তারা হতাশ হবেন না। আমরা আগামী শুক্রবার এখানে আবার হাট বসাবো। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি!”
এটা সত্যিই একটি সুন্দর উদ্যোগ, যেখানে সবাই একসাথে মিলিত হয়ে পশু কেনাবেচা করতে পারছেন। আসুন, আমরা সবাই এই বাজারে গিয়ে আমাদের কোরবানির পশু বাছাই করি এবং একসাথে ঈদের আনন্দ ভাগাভাগি করি!