আছাদনগর-কাঁটাখালী সড়কে পুলিশের চেকপোস্টে ধরা পড়ল ২ কেজি মাদক।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌর এলাকায় মাদক পাচারকালে পুলিশের হাতে ধরা পড়েছেন ঢাকার কামরাঙ্গীরচরের এক বাসিন্দা। শনিবার রাত সাড়ে ৯টায় আছাদনগর এলাকার নূর মোহাম্মদের সিমেন্ট গোডাউনের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. নাজির ওরফে নাছির শেখ (৪০) ঢাকার নবাবগঞ্জ দৌড়ানির বাড়ি এলাকার বাসিন্দা। তার বাবার নাম মৃত আব্দুল মান্নান ও মায়ের নাম মরজিনা।
বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে এসআই মাহফুজুর রহমান ও তার টিম ওই এলাকায় অবস্থান নিয়েছিল। এ সময় নাছির শেখের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি তার। এ ঘটনায় থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।