ব্রাহ্মণবাড়িয়া শহরের মৌড়াইল এলাকায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় নিহত সাগর মিয়ার হত্যাকারীদের ধরতে মাঠে নেমেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় শহরের বিভিন্ন পয়েন্টে সাড়াশি অভিযান চালিয়ে এই ঘটনার সাথে জড়িত সন্দেহে ৮ জনকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ।
ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার বিকেলে স্থানীয় একটি কোচিং সেন্টারের সামনে বখাটেদের উৎপাতকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। পরে সন্ধ্যায় তা সশস্ত্র সংঘর্ষে রূপ নেয়। এতে সাগর মিয়া বুকে গুলিবিদ্ধ হন এবং ঢাকায় নেওয়ার পথে মারা যান। সাগরের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা ঘটনার সাথে তাদের সম্পৃক্ততার বিষয়ে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে। তবে তদন্তের স্বার্থে এখনই তাদের নাম প্রকাশ করা হচ্ছে না। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।