দীর্ঘ আন্দোলনে সাড়া না পেয়ে বৃহস্পতিবার থেকে বাঞ্ছারামপুরের ১৩৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “তালাবদ্ধ শাটডাউন” ঘোষণা দিয়েছে শিক্ষক সংগঠন। মতবিনিময় সভায় শিক্ষক নেতারা জানান— দাবি আদায় না হওয়া পর্যন্ত কোনো একাডেমিক কার্যক্রম চলবে না।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তিন দফা দাবি বাস্তবায়নে ফের উত্তাপ ছড়াল শিক্ষাঙ্গন। বুধবার (৩ ডিসেম্বর) উপজেলা প্রাথমিক শিক্ষক মিলনায়তনে প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় শিক্ষক নেতারা ঘোষণা দেন— আগামীকাল বৃহস্পতিবার থেকে উপজেলার ১৩৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সম্পূর্ণ “শাটডাউন” কর্মসূচি পালন করা হবে।
সভায় বক্তারা জানান, লাগাতার কর্মবিরতি ও বার্ষিক পরীক্ষা বর্জনসহ নানা কর্মসূচির পরও ২৩ দিন অতিক্রান্ত হলেও অর্থমন্ত্রণালয়ের প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখা যায়নি। এ অবস্থায় বাধ্য হয়ে সব বিদ্যালয়ে তালা ঝুলিয়ে সব শিক্ষাপ্রক্রিয়া স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন তারা।
ঘোষণা অনুযায়ী—
✔ ক্লাস বন্ধ
✔ পরীক্ষার খাতা মূল্যায়ন বন্ধ
✔ ফল প্রকাশ বন্ধ
✔ সব একাডেমিক কার্যক্রম স্থগিত
দাবিগুলো হলো—
১) সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেড
২) ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেডপ্রাপ্তির জটিলতা নিরসন
৩) প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সহ-সভাপতি ফয়সল আহমেদ খান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সোহাইল আহমেদ, আতিকুর রহমান লিটন, আশিকুর রহমান, নিরব বাবুসহ অন্যান্য সদস্যরা।