২৮ মে গভীর রাতে , আইয়ুবপুর ইউনিয়নের সন্তানসম্ভবা এক মা প্রসব ব্যথায় কাতরাচ্ছেন। রক্তের প্রয়োজন , এমন একটি নিউজ চোখে পড়ে বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার্স ইনচার্জ মোরশেদুল আলম চৌধুরীর।
ঐ সময় সিজারিয়ান রোগীর রক্তের প্রয়োজনে কাউকে পাওয়া যাচ্ছিলো না রক্ত দেওয়ার মতো, তখন বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার্স ইনচার্জ মোরশেদুল আলম চৌধুরী রক্তদান গ্রুপের সাথে যোগাযোগ করে জানতে পারল বাঞ্ছারামপুর উপজেলার ইসলামিক হসপিটালে একজন প্রসূতি মায়ের সিজার করার জন্য A+ রক্তের প্রয়োজন।
তখন উনি তাথখনিক ছুটে যান ইসলামিক হাসপাতালে নিজেই রক্ত দান করেন । রক্ত পাওয়ার সাথে সাথে রুগীর সিজার অপারেশন সম্পূর্ণ হয়।
ইসলামিক হাসপাতালে খোঁজ নিয়ে জানা গিয়েছে বর্তমানে মা এবং শিশু দুজনেই আল্লাহর রহমতে ভালো আছেন।
এই ঘটনা এলাকায় সকাল না হতেই আলোড়ন সৃষ্টি করেছে। সকল জনসাধারণের মোখে মোখে এখন ওনার প্রশংসা ।