আজ শুক্রবার (১১ এপ্রিল২০২৫ইং) জুমার নামাজের পর বাংলাদেশ জামায়াতে ইসলামী নাসিরনগর উপজেলা শাখার উদ্যোগে ফিলিস্তিনের নিরীহ মুসলিম জনগণের ওপর ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক এ কে এম আমিনুল ইসলামের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি নাসিরনগর উপজেলা কমপ্লেক্স জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে, উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে এসে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক এ কে এম আমিনুল ইসলাম জামায়াত নেতা অধ্যাপক সিরাজুল ইসলাম
বক্তব্যে উনারা মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধভাবে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন।
আমরা ধর্মপ্রাণ তৌহিদীর জনতা ও বাংলাদেশ জামাতি ইসলামির পক্ষ হতে অবিলম্বে ফিলিস্তিনে গাজায় গণহত্যা বন্ধের দাবি জানাই এবং মুসলিম বিশ্বের শক্তিধর রাষ্ট্রপতিদের কাছে বিশেষভাবে অনুরোধ জানাই আল্লাহ পাক আপনাদেরকে শক্তি দিয়েছে আপনারা আমাদের মুসলিম ভাইদের কে সাহায্য করুন, একেই সঙ্গে তারা মুসলিম দেশগুলোকে ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানান এবং মুসলমানদের মাঝে ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
ঐ সময় আরো উপস্থিত ছিলেন কাজী সারোয়ার আলম, সাবেক আমির মো: ছায়েদ আলী, জামায়েত নেতা তোফাজ্জল হোসেন প্রমুখ। এতে স্থানীয় জামায়াতের নেতা কর্মীসহ সাধারণ মুসল্লি ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।